আজ নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম শুভ জন্মবার্ষিকী। স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম নাম নেতাজী সুভাষ চন্দ্র বোস । ওড়িশার কটক শহরে ১৮৯৭ সালের ২৩ শে জন্মগ্রহন করেন তিনি। ছোট থেকেই তাঁর জীবন, আদর্শে দেশপ্রেমের ভাব ফুটে ওঠে। বাঙালি আর ইংরেজি-সংস্কৃতির চিরাচরিত দ্বন্দ্ব সুভাষকে একটু একটু করে আঘাত করত। তাঁর ধারণায় সারাজীবন তার মধ্যে বদ্ধমূল ছিলেন। বিশ্বের যে প্রান্তেই গিয়েছেন, নিজেকে ভারতীয় কিংবা বাঙালি হিসেবে পরিচয় দিতে এতটুকু দ্বিধা ছিলো না তাঁর। এই দিনটিকে স্বাগত জানিয়ে \'লেটেস্টলি বাংলা\' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৩-তম জন্মবার্ষিকীতে আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন তাঁর উক্তিগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।1