Bajrang Dal Members Demolish Public Toilet In UP: মন্দির লাগোয়া কেন শৌচালয়? ভাঙচুর বজরং দল সদস্যদের

2021-01-21 2

সাহারানপুরে পাবলিক টয়লেট ভাঙচুর, অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের সদর এলাকার বাসস্ট্যান্ডে। মন্দিরের সামনে কেন টয়লেট তৈরি করা হয়েছে? ঘটনায় ক্ষুব্ধ হয়ে \'জয় শ্রী রাম\' স্লোগান তুলে চলল শৌচালয় ভাঙচুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বজরং দলের সদস্যদের শৌচালয় ভাঙচুরের ভিডিওটি। পুলিশ অফিসার বিবি ত্রিপাঠীর কথায়, \"মন্দির ভাঙার অভিযোগে ৭-৮ জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।\" সূত্রের খবর, কিছুদিন আগে ভেঙেচুড়ে নতুন করে তৈরি করা হয়েছিল এই শৌচালয়টি। লোহার রড, হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হয় শৌচালয়টি। শৌচালয়ের কর্মীর কথায়, শৌচালয়ের একটি পাইপ মন্দির লাগোয়া নিকাশীনালীর সঙ্গে যুক্ত; যার জেরেই বিতর্কের সূত্রপাত।