সিনে দুনিয়ার নতুন ট্রাভেল ডেস্টিনেশন রাজস্থান। কিছুদিন আগেই রাজস্থানের মরুভূমিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন যশ-নুসরত, তনুশ্রী-সহ একাধিক সেলেবরা। এবার রাজস্থানে ছুটি কাটিয়ে সেই তালিকায় নাম লেখালেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চ্যাটার্জি। প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে রাজস্থানে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিমন্যু। প্রেমিকার সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী-পুত্র। ছবি পোস্ট হতেই বিতর্কিত কমেন্টে ভরে ওঠে ছবিগুলি। দামিনী নিজের প্রোফাইলেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাজস্থান ভ্রমণের। প্রেমিকাকে নিয়ে কোথায় ঘুরতে গেছেন সেটি অভিমন্যু সাসপেন্স রাখলেও দামিনী সেটি ফাঁস করেন চেক-ইন পোস্টে। তবে ছেলের এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে ভাবতে রাজি নন শ্রাবন্তী; \'স্বাধীনভাবে সকলের বাঁচার অধিকার রয়েছে\', এই শর্তেই বিশ্বাসী তিনি।