গত ১৬ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ (Tandav)। রবিবার রাতে এই ‘তাণ্ডব’-র লেখক গৌরব সোলাঙ্কিও পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে উত্তরপ্রদেশের হজরতগঞ্জ থানায় দায়ের হল এফআইআর। অভিযোগ, তাণ্ডবে হিন্দু দেবদেবীকে অসম্মান করা হয়েছে। এই ঘটনা দেশে ধর্মীয় অসন্তোষ তৈরি করতে পারে। অভিযোগ দায়ের করেছেন হজরতগঞ্জ থানার সাব ইন্সপেক্টর অমরনাথ যাদব। তবে শুধু তাণ্ডবের পরিচালক ও লেখকই নন। অভিযোগ দায়ের হয়েছে ভারতে অ্যামাজন প্রাইমের প্রধান অপর্ণা পুরোহিত, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা ও আরও একজনের বিরুদ্ধে। সোমবার অভিযুক্তদের জেরা করতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে হজরতগঞ্জ পুলিশের একটি দল।