১৪ জানুয়ারি মকরসংক্রান্তি, এই পার্বণকে ঘিরে মেলা বসে শহর থেকে ১০০ কিলোমিটার দূরে গঙ্গাসাগরে। ধনু থেকে মকরে রবি (সূর্য)-র প্রবেশ ঘিরে দিনটি উদযাপিত হয় হিন্দু মতে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসব এবং মেলা। গঙ্গী নদী ও বঙ্গোপসাগরের পবিত্র মিলনস্থলে অনুষ্ঠিত হয় এই গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি সকাল ৮টা বেজে ৩০ মিনিট থেকে বিকেট ৫টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত হবে পূণ্যস্নান, মহাপূণ্যকালের সময় সকাল সাড়ে ৮টা থেকে ১০টা বেজে ১৫ মিনিট পর্যন্ত। মকর সংক্রান্তি ছাড়াও দিনটি পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। গঙ্গার মর্ত্যে প্রত্যাবর্তন এবং সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। প্রতি বছর মকর সংক্রান্তির দিন সারা দেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী আসেন গঙ্গাসাগরে। পৌষ বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতির এক বিশেষ উৎসব। বাংলায় এই উৎসব পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু, কর্ণাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে শায়েন-ক্রাত।