উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১০টা ৩৫ নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। সঙ্গে ছিলেন হাসপাতালের সিইও রুপালি বসু। ছুটি পাওয়ার পর সৌরভ বলেন, \"সবাইকে ধন্যবাদ। আমাকে যত্ন করার জন্য ধন্যবাদ। উডল্যান্ডস হাসপাতালকে ধন্যবাদ। দারুন চিকিৎসা হয়ছে।সব চিকিৎসকদের ধন্যবাদ। আমি পুরোপুরি সুস্থ আছি। আমি ওড়ার জন্য তৈরি।\" গতকালই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল বিসিসিআই প্রেসিডেন্টের। তবে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ কাল জানিয়েছিল যে সৌরভ আরও একদিন হাসপাতালে থাকতে চান। রুপালি বসু জানান, সৌরভ ভালো আছেন। তিনি ক্লিনিক্যালি ফিট।