Merry Christmas 2020 Wishes: হিমেল হাওয়ায় বড়দিনের শুভেচ্ছা লেটেস্টলি বাংলার তরফে

2020-12-25 6

Merry Christmas 2020 Wishes in Bengali: রাত পোহালেই ২৫ ডিসেম্বর। করোনাকালে বছর শেষে যীশুর  জন্মদিনকে কেন্দ্র করে হই হই শুরু হয়েছে শহরজুড়ে। শীতের কনকনানি আর সিটি অফ জয়ের আনন্দে ভেসে যাওয়া। দুটোই যেন এবছর একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তবে সবকিছুর মাঝেই বাদ সেধেছে করোনাভাইরাস। সংক্রমণের হার কমলেও ভয় এখনও কাটেনি। তাছাড়া নিজেকে ও পরিবারকে বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। সঙ্গে আবার মাস্কের সজ্জা। তাই বলে তো আর উৎসব বা উদযাপন থেমে থাকতে পারে না। এই বদলানো সময়ে আত্মীয় পরিজনদের বড়দিনের শুভেচ্ছা জানান ঘরে বসেই। এজন্য আপনারদের কাছে অভিনব Wish Card-এর সম্ভার নিয়ে এসেছে \'লেটেস্টলি বাংলা\' (LatestLY)। মহামারীর সময় বাড়িতে বসে উদযাপনের এই সুযোগ তো সোনায় সোহাগা।করোনাকালে বছর শেষে যীশুর  জন্মদিনকে কেন্দ্র করে হই হই শুরু হয়েছে শহরজুড়ে। বড়দিনে শীতও পড়েছে জমিয়ে।1

Videos similaires