কোভিড-১৯ সংক্রমণের সময় মানুষের মনে আরও আতঙ্ক বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একাধিক ভিত্তিহীন খবর। সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাড়ির ২০১৯ সালের গণেশ পুজোর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে থিকথিক করছে ভিড়। নেটিজেনদের দাবি, কোভিড-১৯ সংক্রান্ত নিয়মের তোয়াক্কা না করেই উৎসবে মেতে উঠেছে আম্বানি পরিবার, ঢাকঢোল পিটিয়ে আকাশ এবং শ্লোকার ছেলেকে স্বাগত জানানো হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষীত এবং আমির খান-সহ একাধিক রাজনীতিবিদ থেকে বলি সেলেবরা হাজির ছিলেন অনুষ্ঠানে। তবে এই ভিডিওটি পুরোপুরিই ভিত্তিহীন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে নতুন করে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ছড়িয়েছে, এরপর মুকেশ আম্বানির বাড়ির এই পার্টি নতুন করে করে আতঙ্ক ছড়ায়। ১০ ডিসেম্বর দাদু হয়েছেন মুকেশ আম্বানি, তাঁর বড় ছেলের ঘরে এসেছে সন্তান। আকাশ আম্বানি ২০১৯ সালে রাসেল মেহেতার মেয়ে শ্লোকাকে বিয়ে করেন। মুকেশ এবং নীতা আম্বানি তিন সন্তানের বাবা-মা, তাদের রয়েছে যমজ সন্তান- আকাশ-ইশা এবং অনন্ত।