২০২০, রাজনৈতিক দিক থেকে বেশ স্মরণীয় একটি বছর। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি (BJP) বেশ বড়সড় এক জায়গা দখল করে। বিজেপিকে দমাতে বদ্ধপরিকর হয় তৃণমূলও, প্রশান্ত কিশোরের (Prashant Kishor) হাত ধরে বঙ্গে একের পর এক মাস্টারস্ট্রোক মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। ছত্রধর মাহাতো (Chatradhar Mahato) থেকে বিমল গুরুংয়ের দলে যোগ। একের পর এক হাইভোল্টেজ দলবদলে বিজেপিকে প্রখম থেকে একটু হলেও কোণঠাসা করছিল বিজেপি। জঙ্গলমহল হাতছাড়া হচ্ছিল তৃণমূলের (TMC)। সেখানে প্রাক্তন মাওবাদী নেতা ছত্রধর মাহাতোর সঙ্গে গাঁটছড়া বেঁধে জঙ্গলমহলরের মানুষকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করলেন মমতা ব্যানার্জি। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকেরা বরাবরই দাবি করেন দক্ষিণবঙ্গের তুলনায় বিজেপির দাপট কিছুটা হলেও বেশি উত্তরে। এনডিএ-র সঙ্গে জোট বেঁধে বিধানসভা (2021 West Bengal Assembly Election) নির্বাচনে লড়ে পাহাড়ের মানুষের জন্য কাজ করতে যান গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।