Amit Shah At Bengal: বাউল গানে মজে বাংলায় নির্বাচনী প্রচারে অমিত শাহ, অনুব্রতর গড়ে ভিড় দেখে বিস্মিত স্বরাষ্ট্রমন্ত্রী

2020-12-21 23

রাজ্য সফরের দ্বিতীয় দিনে বীরভূমের বোলপুরে (Bolpur) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গতকাল মেদিনীপুরে জনসভা করলেন তিনি। আজ বোলপুরে রোড শো করলেন। মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের ভিড় ছিল। অমিত শাহকে দেখতে রাস্তার দুধারে মানুুষের ভিড় ছিল। রোড শো থেকেই অমিত শাহ বলেন, আমি অনেক রোড শো করেছি, দেখেছি, তবে এই রকম রোড শো আগে দেখেনি। নরেন্দ্র মোদির প্রতি ভালোবাসা এটা।

Videos similaires