দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মধু উৎপাদনের কাজ

2020-12-19 0

করোনা আবহ কাটিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মধু উৎপাদনের কাজ। সেই প্রাচীনকাল থেকে খাঁটি মধুর চাহিদা থাকলেও, বর্তমানে অনেকাংশেই বাজারে ছেয়ে গেছে নানান কোম্পানির নানা রঙে মোরা প্যাকেট ও জারে ভেজাল ও রাসায়নিক যুক্ত মধু। (সম্পূর্ণ জানুন)

Videos similaires