Bollywood Celebs We Lost in 2020: ফিরে দেখা ২০২০! বলিউডের যাদের হারালাম আমরা

2020-12-20 17

Bollywood Celebs We Lost in 2020: বলিউডের দুনিয়ায় এই বছরটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক, একের পর এক নক্ষত্র হারিয়েছে আমরা ২০২০-তে। স্মৃতির সরণী বেয়ে পিছনে ফিরে দেখে নেওয়া যাক কাদের হারালাম আমরা এই \'বিষ\' বছরে। এই তালিকা বেশ লম্বা। ইরফান খান থেকে এস পি বালসুব্রহ্মণ্যম। বলি ইন্ডাস্ট্রি যাদের হাত ধরে তৈরি হয়েছে, তাদের অনেকেই আজ বিদায় জানিয়েছেন এই পৃথিবীকে।

 1