Neha Kakkar Pregnant: বিয়ের ২ মাসের মধ্যেই বেবি বাম্প, মা হতে চলেছেন নেহা কক্কর?

2020-12-18 1

স্বামী রোহনপ্রীতের সঙ্গে নতুন অবতারে আবির্ভূত সংগীত শিল্পী নেহা কক্কর (Neha Kakkar)। ইনস্টাগ্রাম প্রোফাইলে বেবি বাম্পে ধরা দিয়েছেন নেহা। তাঁকে আলগোছে জড়িয়ে আছেন রোহনপ্রীত। ক্যাপশনেলেখা ‘খায়াল রাখা কারো,’ প্রত্যুত্তরে  রোহনপ্রীত বলছেন, ‘জাদাই খায়াল রাখনা পড়েগা’। তবে কি মা হতে চলেছেন ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কক্কর? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বলিউডের আনাচে কানাচে রীতিমতো পাক খেয়ে ফিরছে এই প্রশ্ন।