রাজ্য সরকারের আপত্তিকে রীতিমতো অগ্রাহ্য করল স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশকর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে পোস্টিং করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে (DIG Pravin Tripathi) কেন্দ্রীয় সশস্ত্র সীমাবলে ডেপুটেশনে পাঠানো হচ্ছে। তাঁর ডেপুটেশনের মেয়াদ ৫ বছর। পাঁচ বছরের জন্য ইন্দো টিবেট বর্ডার পুলিশের আিজি পদে পাঠানো হচ্ছে এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে।