দুধ সাদা গাউনে কনে, আর কালো স্যুটে বর! বিয়ের পর একেবারে বিদেশী আদবকায়দায় আয়োজন হল পার্টির। দেবলীনা কুমারের বাবা এবং মা অর্থাত দেবাশিস কুমার এনং দেবযানী কুমারের উদ্যোগেই এই পার্টির আয়োজন করা হয়। দেবলীনা-গৌরবের বিয়ের পর প্রথমে সঙ্গীত এবং পরে পার্টি, টলিউডের এই জনপ্রিয় জুটির রসায়ন একেবারে জমজমাট।