No Winter Session 2020 of Parliament In Bengali: মহামারী করোনার কারণে এবার সংসদে (Parliament) কোনও শীতকালীন অধিবেশন হচ্ছে না। এই খবর জানালেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। করোনাকালে শীতকালীন অধিবেশন বাতিল হওয়ার প্রসঙ্গে সম্মতি জানিয়েছে সমস্ত রাজনৈতিক দল। একেবারে জানুয়ারিতে বাজেট অধিবেশন দিয়েই ফের সংসদের দরজা খুলবে। বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে সংসদে অধিবেশন হোক। এই দাবি জানিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি।