কি এমন হয়েছিলো ২০১৯ সালে - North Pole সরে যাওয়ায় কি হলো দেখুন - Do you know about Magnetoreception

2020-12-14 2

কি এমন হয়েছে ২০১৯ সালে । North Pole সরে যাওয়ায় কি হলো দেখুন । Do you know about Magnetoreception?
বন্ধুরা বিস্ময়কর ধরণী চাললেনটিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা আমরা সবসময় অস্ট্রোয়েড, গ্লোবাল Warming, আর ভূমিকম্পের মত সমস্যা নিয়ে কথা বলে থাকি, কিন্তু কখনো North Pole, South Pole, centralised core, Convectional Currents, Magnetoreception(মেগনেটোরিসিপশন), এসব বিষয় নিয়ে ভেবেছেন কি, আপনি ভাবতেই পারবেন না ম্যাগনেট এর কনসেপ্ট আমাদের প্ল্যানেট এর জন্য কতটা গুরুপ্তপূর্ণ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি রমন বসাক, আপনাদের সাথে এইসব বিষয় নিয়েই কথা বলবো, তাই দেরি না করে চলুন শুরু করা যাক।
একটা ম্যাগনেট কে যদি আমরা খোলা ছেড়ে দেই তাহলে সবসময় North এবং South এর direction এই থেমে যায়, কারণ পৃথিবী নিজেই সবসময় ঘুরে একম একটি ম্যাগনেট। আর সব ম্যাগনেট এর মত পৃথিবীর ও North এবং South Pole আছে। আমরা জানি পৃথিবীর centralised core আছে, যা কিনা লাভা আর গলিত ধাতু দিয়ে ভরা। পৃথিবী ঘুরার সাথে সাথে এই গলিত ধাতুও এর ভিতর ঘুরতে থাকে। আর এই প্রক্রিয়া কেই Convectional Currents বলে। এই ধাতু গুলো পৃথিবীর কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, আর এই জন্যই পৃথিবীর মিগ্নেটিক ফিল্ড উৎপন্ন হয়। যা এই প্ল্যানেটে কয়েক হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু জনুয়ারি ২০১৯ এ আমাদের North pole এ কিছু এমন নোটিশ করা হয়েছে, যা এর আগে কখনোই দেখা যায় নাই। আসলে আমাদের মেগনেটিক North pole নিজের অবস্থান থেকে সরে অনেক গতিতে সাইবেরিয়ার দিকে যাচ্ছিলো। এখন North pole এর এমন ভাবে অবস্থান পরিবর্তন এর কথা শুনে মনে হয় আপনার ভয় হচ্ছে। কিন্তু পৃথিবীর ম্যাগনেটিক Pole এর location এমন ভাবে পরিবর্তন হওয়া একেবারেই স্বাভাবিক। কিন্তু এখানে দেখার বিষয় এইটা যে ম্যাগনেটিক pole এর অবস্থান পরিবর্তন এর গতি January 2019 এ স্বাভাবিক গতির থেকে অনেক বেশি ছিলো। শুনতে তো এটা অনেক এর জন্যই এত বড়ো কথা না। কিন্তু এটা আসলেই চিন্তা করার বিষয়, যেটাকে আমরা North pole মনে করে আসতেছি সেইটা কি আসলেই North ? আর কি হবে যদি এই ম্যাগনেটিক North pole এর অবস্থান পরিবর্তন হয়ে যায়!!! এখন এই প্রশ্ন শুধু মাত্র কাল্পনিক বা Hypothetical নয়।

Videos similaires