রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান জেপি নাড্ডা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করার অনুরোধ জানান।