অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের (Arya Banerjee) রহস্যমৃত্যু। শুক্রবার দক্ষিণ কলকাতা যোধপুর পার্কের (Jodhpur Park) বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন আরিয়া। যার মধ্যে অন্যতম লাভ সেক্স অউর ধোঁকা, ডার্টি পিকচার (Dirty Picture)। ঘটনাস্থান থেকে রক্তের দাগ মিললেও, দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আরিয়া সেতার বাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। পুলিশ জানিয়েছে যে সিনেমাতে আরিয়া বন্দ্যোপাধ্যায় নাম ব্যবহার করতেন তিনি। তাঁর আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়।