বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১৪ ডিসেম্বর। চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে, তৈরি হবে রিং অফ ফায়ার। পৃথিবী, সূর্য এবং চাঁদ মহাকাশে নিজ কক্ষপথে চলার সময় যদি এক সরলরেখায় অবস্থান করে অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়লে ঘটে সূর্যগ্রহণ। দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কিছু অংশ, আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণে, মেক্সিকোর কিছু অংশে দেখা যাবে গ্রহণ।
#SolarEclipse #LatestLYBangla