Roti Machines Installed At Farmers’ Protest Sites: কৃষকদের জন্য বসল ঘণ্টায় ২ হাজার রুটি তৈরির মেশিন

2020-12-09 1

Roti Machines Installed At Farmers’ Protest Sites In Bengali: কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির রাজপথে গর্জে উঠেছেন কৃষকেরা। আগামী ৬ মাসের রসদ রয়েছে তাদের সঙ্গে, এই হুঙ্কার আগেই দিয়েছিল কৃষকেরা; গুরুদ্বারা থেকে কৃষকদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেউ কেউ নিজেদের মত রান্না করেও দিন চালাচ্ছেন, এবার সেই হাজার হাজার কৃষকদের জন্যই রুটি তৈরির যন্ত্র বসানো হল দিল্লি গুরুদ্বার কমিটির তরফে। দেশের বড় বড় গুরুদ্বারাতে এই ধরণের লঙ্গরখানা থাকে, অমৃতসরের স্বর্ণমন্দিরের থেকে সেই রুটি তৈরির মেশিন এল কৃষকদের অনশনস্থলে। দিল্লি-হরিয়ানা সীমান্তে সিংঘু এবং টিকরি এলাকায় বসানো হয়েছে এই রুটি তৈরির মেশিন, এতে এক থেকে ২ হাজার রুটি তৈরি হবে মাত্র ১ ঘণ্টার মধ্যে।