মোটরলা অফিসিয়ালি লঞ্চ করল Moto G9 পাওয়ার স্মার্টফোন। ১৫ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে স্মার্টফোনটির। Moto G9 পাওয়ার স্মার্টফোনের ফিচার- 1640x720 পিক্সেল রিজলিউশন-সহ ৬.৮ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 662 চিপসেট।