North Bengal Bandh: পুলিশের লাঠিচার্জে বিজেপি কর্মীর মৃত্যু, ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ বিজেপির

2020-12-08 1

North Bengal Bandh: আজ শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের লাঠির ঘায়ে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কৈলাস বিজয়বর্গীয়-দিলীপ ঘোষের দু\'টি মিছিল হয়। একাধিক জায়গায় বাধা দেয় পুলিশ, ভাঙা হয় ব্যারিকেডও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। ছোঁড়া হয় জলকামান।পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ করেন কর্মী সমর্থকরা।

Videos similaires