Firecrackers Factory Catches Fire In Russia: রাশিয়ার বাজি কারখানায় ভয়াবহ আগুন, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা, রাতের আকাশে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ৬ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে উত্তর রাশিয়ার রোস্তভ-অন-ডনের পোর্ট সিটি এলাকায়। ৪০০-র বেশি বাজি ফাটে একসঙ্গে, সোশ্যাল মিডিয়ার ছবিতেই স্পষ্ট সেটি।