Bharat Bandh On December 8: কৃষকদের ডাকা ভারত বনধে স্তব্ধ হতে চলেছে জনজীবন

2020-12-07 0

সাম্প্রতিক কালে গৃহীত তিন কৃষি আইনের বিরুদ্ধে গত ১২ দিন ধরে দিল্লি হরিয়ানার টিকরি সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়ে চলেছেন কৃষকরা। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলে আগামীকাল মঙ্গলবার ৮ ডিসেম্বর ভারত বনধ (Bharat Bandh) ডেকেছে বিভিন্ন কৃষক সংগঠন। আগামী বুধবার ৯ ডিসেম্বর কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্র ফের ৬ দফার বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রের সঙ্গে ৫ দফার বৈঠকের শেষেও সমাধানের পথ মেলেনি। আন্দোলনতরত কৃষকরা দিল্লির, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সীমান্তে শান্তিপূর্ণ আন্দোলন করেই চলেছেন। ইতিমধ্যেই কৃষকদের ডাকা আট তারিখের ভারত বনধ সমর্থন করেছে কংগ্রেস। এবার সেই একই পথে হাঁটল সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি।

Videos similaires