Manu Mukherjee Dies: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

2020-12-07 27

বয়সজনিত কারণে অসুস্থই ছিলেন তিনি। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় (Actor Monu Mukherjee)। বয়স হয়েছিল ৯৩ বছর। রবিবার সকাল ৯টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। বড় পর্দা তো বটেই থিয়েটারের একজন জনপ্রিয় মুখ ছিলেন তিনি। \'ফেলুদা\' সৌমিত্র চ্যাটার্জির পর \'মছলিবাবা\'র প্রয়াণে শোকস্তব্ধ টলিউড এবং থিয়েটারের শিল্পীমহল।

#ManuMukherjee #MachlibabaDies #LatestLYBangla

Videos similaires