কোভিড-১৯ রোগীদের সেবা-সুশ্রুষা করে সুস্থ করে তুলছেন যারা, তাদের উপরই নির্মমভাবে লাঠিচার্জ করল পুলিশ; ৩ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। কাজ থেকে আচমকাই তাড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্বাস্থ্যকর্মীকে, তার প্রতিবাদেই পথে নেমেছিলেন তাঁরা। তিন মাস আগে যাদের নিযুক্ত করা হচ্ছিল, সরকারি নির্দেশে তাদেরকেই তাড়িয়ে দেওয়া হচ্ছে; এই অভিযোগেই গত তিন দিন ধরে নীলম পার্কে প্রতিবাদ-বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা। সাময়িকভাবে করোনা-পরিস্থিতি সামাল দিতে ৬,২১৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করে মধ্য়প্রদেশ সরকার।
#COVID19HealthWorkers #Bhopal #LatestLYBangla