দেখতে দেখতে ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) ৩৬ বছর হয়ে গেল। যে দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে। ১৯৮৪ সালে ২ ও ৩ ডিসেম্বর মধ্যরাতে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড পেস্টিসাইড প্ল্যান্ট থেকে আচমকাই গ্যাস লিক হতে শুরু করে। এই ঘটনা সেদিন ১৫ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছিল। এই গ্যাস লিকের অভিঘাতে প্রায় হাজার বাসিন্দা সারা জীবনের জন্য শারীরিকভাবে অক্ষম হয়ে যান। প্রায় শতাধিক সদ্যোজাত জন্মগতভাবে শারীরিক ত্রুটি নিয়ে পৃথিবীর আলো দেখে।
#BhopalGasTragedy #Bhopal #LatestLYBangla