4-Year-Old Boy Falls Into Open Borewell In UP: ভয়ঙ্কর! ২৫ ফিট গভীর গর্তে পড়ল বছর ৪-র খুদে

2020-12-03 1

4-Year-Old Boy Falls Into Open Borewell In UP In Bengali: উত্তরপ্রদেশের মাহোবা জেলার কুলপাহাড়ে ২ ডিসেম্বর ঘটে এই ভয়ঙ্কর ঘটনা, চার বছরের এক খুদে পড়ে যায় নলকূপের জন্য খোঁড়া গর্তে। ছেলেটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ২৫ ফিট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে গর্তটির সমান্তরালভাবে একটি সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা চলছে। জিসিবি মেশিন ব্যবহার করে ইতিমধ্যেই ২০ ফিট একটি গর্ত খুঁড়তে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের কর্মীরা।

#UttarPradesh #Borewell #LatestLYBangla