MDH Owner Dharampal Gulati Passes Away: প্রয়াত MDH-এর কর্ণধার মহাশয় ধর্মপাল গুলাটি

2020-12-03 1

MDH Owner Dharampal Gulati Passes Away In Bengali: প্রয়াত হলেন আইকনিক মশলা ব্র্যান্ড এমডিএইচ-র (MDH) কর্ণধার মহাশয় ধর্মপাল গুলাটি (Dharampal Gulati)। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। কয়েক দিন আগে দিল্লির মাতা চানন দেবী হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

#DharampalGulatiDeath #MDH #LatestLYBangla