Cyclone Burevi Hits Kerala: তামিলনাড়ুতে সাইক্লোন নিভার আছড়ে পড়ার পর এবার কেরালায় (Kerala) ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি (Cyclone Burevi)। যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরুবন্তপুরম, আলাপ্পুজহা, কোল্লাম এবং পাঠানমঠিটায়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ফলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় মৌসম ভবন।
#CycloneBurevi #Cyclone #LatestLYBangla