Ankush And Oindrila To Get Married: ১০ বছরের সম্পর্কের পরিণতি, বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা

2020-12-01 12

Ankush Hazra And Oindrila Sen To Get Married In Bengali: টলিউডে এখন শুধুই বিয়ের মরশুম! সম্প্রতি অনির্বাণ এবং মধুরিমার চারহাত এক হয়েছে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ, পাত্রী ঐন্দ্রিলা, টলিপাড়ায় রিয়েল লাইফ মোস্ট রোমান্টিক জুটি। কোনও গুঞ্জন নয়, অনির্বাণের বিয়ের ছবি টুইট করে নিজের বিয়ের কথাও সরাসরি জানিয়ে দেন অঙ্কুশ। বন্ধুত্ব-প্রেম মিলিয়ে ১০ বছরের সম্পর্কের পরিণতি পাচ্ছে অবশেষে।

#AnkushHazra #OindrilaSen #LatestLYBangla