3 New Containment Zones In Kolkata: করোনা সংক্রমণে রাশ টানতে শহরে ৩ নতুন কন্টাইনমেন্ট জোন

2020-11-30 22

রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণে রাশ টানতে তিনটি কন্টাইনমেন্ট জোন ঘোষণা করল সরকার। বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ, গড়িয়া কন্টাইনমেন্ট জোনের একাংশকে কন্টাইনমেন্ট জোন (Containment Zone) ঘোষণা করেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন রিপোর্ট অনুযায়ী, গতকালের তুলনায় কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। মোটের উপর তা নিয়ন্ত্রণেই রয়েছে। কোভিড ভ্যাকসিন আসার আগে পর্যন্ত লাগাম লাগাতে হবে সংক্রমণে।

#Coronavirus #ContainmentZonesInKolkata #LatestLYBangla

Videos similaires