Shubhendu Adhikari Resigns As HRBC Chairman: HRBC-র পদ থেকে ইস্তফা, মন্ত্রিত্ব ছাড়ার আভাস শুভেন্দু অধিকারীর

2020-11-27 3

Shubhendu Adhikari Resigns As HRBC Chairman In Bengali: হুগলি রিভার ব্রিজ কমিশনারের (Hooghly River Bridge Commissioners) চেয়ারম্যান পদ ছাড়লেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এরপরই তাঁকে নিয়ে জল্পনা আরও বাড়ল। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে হুগলি রিভার ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদে বসানো হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে সরব হয়েছিলেন। বিভিন্ন সভায় পরিবহন মন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণও তিনি করেন।

#ShubhenduAdhikariResigns #HRBCChairman #LatestLYBangla