করোনাভাইরাস মহামারীর কারণে কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস (Syllabus)। ২০২১ সাল থেকেই সিলেবাসে কাটছাঁট হবে। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘোষণা করেন, ২০২১ সালে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বসবে তাদের সিলেবাস ৩০-৩৫ শতাংশ কম করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সুপারিশে এই সিদ্ধান্ত হয়েছে।
#Madhyamik2021Syllabus #HigherSecondarySyllabus #LatestLYBangla