Bharat Bandh On Nov 26 In Bengali: দেশজুড়ে চলছে ধর্মঘট, ২৬ নভেম্বর সকাল থেকেই পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বাম এবং কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। শ্রম এবং কৃষি আইন-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। ধর্মঘটের ইস্যুতে সমর্থন থাকলেও পথে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নামবে না তৃণমূল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ কোটি কর্মী কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতা জানিয়ে পথে নেমেছে।
#BharatBandh #CITUCongressAlliance #LatestLYBangla