হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা (Diego Maradona)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। নভেম্বর মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয় দিয়েগো মারাদোনাকে। খবর অনুযায়ী, হতাশাজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
#DiegoMaradonaDeath #DiegoMaradonaDies #LatestLYBangla