A Suitable Boy Controversy: মন্দিরে চুম্বনের দৃশ্য, নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

2020-11-24 19

A Suitable Boy Controversy In Bengali: একটি ওয়েব সিরিজের ভিত্তিতে নেটফ্লিক্সের দুই উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের মধ্যপ্রদেশে। এ সুইটেবল বয়, এই ওয়েব সিরিজটিকে ঘিরে বিতর্কের সূত্রপাত। \"মণিকা শেরগীল এবং অম্বিকা খুরানার বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতার ২৯৫ (এ) ধারায় অভিযোগ দায়ের করেছেন গৌরব তিওয়ারি। ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে ছবিটি।\" বক্তব্য রাখলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রসচিব নরোত্তম মিশ্র।

#ASuitableBoyWebseries #BoycottNetflix #LatestLYBangla