West Bengal Assembly Polls 2021: নির্বাচনে ৮০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর আর্জি নির্বাচন কমিশনের

2020-11-24 2

2021 West Bengal Assembly Election: ২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রয়োজন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২০১৬-র নির্বাচনে রাজ্যের সমস্ত বুথের পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তবে এবারে করোনার জেরে বিহারের মত রাজ্যেও বুথের সংখ্যা বাড়াতে পারে নির্বাচন কমিশন। তবে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি চূড়ান্ত করে স্বরাষ্ট্রমন্ত্রক, তাই তাদের ছাড়পত্র না মিললে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না কমিশন।

#2021WestBengalAssemblyElectionDates #CentralForceDeployed #LatestLYBangla