Bharti Singh, Husband Haarsh Limbachiyaa Arrested: মাদক-যোগে গ্রেফতার ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া

2020-11-23 5

Bharti Singh, Husband Haarsh Limbachiyaa Arrested in Bengali: মাদক যোগে টানা ১৫ ঘণ্টা জেরার পর ভারতী সিংয়ের (Bharti Singh) স্বামী হর্ষ লিম্বাচিয়াকে (Harsh Limbachiyaa) গ্রেফতার করে এনসিবি। এরপর দু\'জনকেই মেডিক্যাল পরীক্ষা জন্য মুম্বই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল তাদের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB)। গাঁজা উদ্ধার হয় তাদের বাড়ি থেকে। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এনসিবি। সন্ধের দিকে ভারতীকে গ্রেপ্তার করে এনসিবি।

#BhartiSinghArrested #HaarshLimbachiyaaArrested #LatestLYBangla