Tom And Jerry Movie Trailer Release: মুক্তি পেল টম অ্যান্ড জেরি ছবির ট্রেলার

2020-11-19 4

ছোটোবেলার নস্টালজিয়া ফের উস্কে বড়পর্দায় ফিরছে সেই ‘টম অ্যান্ড জেরি’ (Tom & Jerry The Movie)। মুক্তি পেল সেই ছবির ২ মিনিটের ট্রেলার (Trailer)। প্রায় তিন দশকের কাছাকাছি সময় পর এই ইঁদুর–বেড়ালের খুনসুটি ফের দেখা যাবে বড় পর্দায়। ওয়ার্নার ব্রাদার্স প্রায় তিন দশকে তাঁদের প্রথম টম এবং জেরি মুভিতে দুই মিনিটের ট্রেলারে টম ও জেরির প্রথম চেহারাটি উন্মোচন করেছেন। টম এবং জেরি এখনও অ্যানিমেটেড তবে বাকি সমস্ত কিছুই লাইভ-অ্যাকশন। কারণ টম ও জেরিকে অ্যানিমেটেড দেখতেই পছন্দ করে ভক্তরা। গোটা ট্রেলারটিতে তাদের হাজারো কীর্তিকলাপে মন মজবে দর্শকদের। ছবিটি মুক্তিপাবে আগামী বছর।

#TomAndJerry #TomAndJerryMovieTrailer #LatestLYBangla

Videos similaires