ভারতের সর্বাধিক দূষিত (Polluted) শহরগুলির তালিকার শীর্ষে হাওড়া (Howrah)। এই শহরের দূষণ দিল্লি এবং পাশ্ববর্তী অঞ্চলের অন্যান্য শহরগুলির তুলনায় অনেক বেশি। রাজস্থানের ভিওয়াদি (Bhiwadi) দেশের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর। এয়ার কোয়ালিটি ইনডেক্সের (Air Quality Index) এর রিপোর্ট অনুসারে, তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ভারতের প্রধান শহরগুলিতে বাাতাসের মান নিরীক্ষণ করতে একটি কালার কোডেড টুল ব্যবহার করা হয়। এর সাহায্যে রিয়েল-টাইম ভিত্তিতে বাতালের মান বোঝা যায়।
#Howrah #PollutedCityInIndia #LatestLYBangla