Coronavirus Second Wave Hit Europe In Bengali: শীর্ষস্থানীয় গ্লোবাল ট্র্যাকারদের তালিকা অনুসারে মঙ্গলবারই ইউরোপের (Europe) কোভিড (Covid-19) সংক্রমণ ১৫ মিলিয়ন ছাড়িয়ে গেল। উত্তর গোলার্ধের এই মহাদেশটিতে গত মে মাসেই সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১.৫ মিলিয়ন। এর সঙ্গে গত ৬ মাসে আরও ১০ গুণ সংক্রমণ বেড়েছে। ইউরোপে ফের হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ (Second Wave of Pandemic) হিসেবে বর্ণনা করেছেন। এই মারণ ভাইরাসকে গোটা মহাদেশে নিয়ন্ত্রণে আনা গিয়েছিল, কিন্তু শীত পড়তে না পড়তেই শুরু হল সেকেন্ড ওয়েভ।
#Covid19SecondWaveHittingEurope #EuropeCoronavirusTally #LatestLYBangla