করোনা আবহে বিক্রি নেই চোরাই জিনিসের,তাই টাকা পেতে চুরির সাইকেল বন্ধক,ধরে গাছে বাঁধতেই সব কবুল চোরের।

2020-11-18 4

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহে বিক্রি নেই চোরাই জিনিস পত্রের। তাই চুরি করে হাতিয়ে নেওয়া সাইকেল বন্ধক দিয়ে বিকল্প উপায়ে টাকা জোগাড় করে দিব্যি চলছিল। কিন্তু বন্ধক দেওয়া সাইকেলের সুত্র ধরে সাইকেল চোরকে চিহ্ণিত করে ফেললেন এলাকার বাদিন্দারা। এরপরই তাকে ধরে এলাকায় একটি গাছে বেঁধে চলে জেরা। জেরায় জেরবার হয়ে শেষে চুরির কথা কবুল করে শঙ্কু ডোম নামে ওই যুবক।
গাছে বেঁধে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। থানা থেকে পুলিশ ঘটনাস্থল থেকে এই যুবককে ধরে নিয়ে যায়। প্রসঙ্গত, শহরের ফাঁসিডাঙ্গা এলাকায় ইদানীং কয়েকটি সাইকেল চুরি যায়। স্থানীয় একটি আশ্রম থেকে চুরি যাওয়া একটি সাইকেল অন্যের কাছে দেখতে পান এক ব্যক্তি।এর পরই চুরির সাইকেল বন্ধকীর ঘটনা ফাঁস হয়। এবং সেই সুত্র ধরেই ধরা পড়ে যায় সাইকেল চোর।
এদিকে,এই ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

Free Traffic Exchange

Videos similaires