Becharam Manna Resigns As MLA: বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েও প্রত্যাহার করে ফিরে এলেন বেচারাম মান্না

2020-11-13 12

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বেচারাম মান্না (MLA Becharam Manna)। আজ দুপুরে বিধানসভায় স্পিকারের কাছে ইস্তফা দেন হরিপালের (Haripal) বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। হুগলি জেলা তৃণমূলে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বেচারামের কোন্দল দীর্ঘদিনের। সম্প্রতি দলের ব্লক সভাপতি নির্বাচন ঘিরে সেই সঙ্ঘাত চরমে ওঠে। ব্লক সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বেচারাম ঘনিষ্ঠকে ব্লক সভাপতি করার সিদ্ধান্ত মেনে নেননি তিনি।

#MLABecharamManna #MLABecharamMannaResigns #LatestLYBangla