Dilip Ghosh Attacked In North Bengal: জয়গাঁয় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে দিলীপ ঘোষের কনভয়ে হামলা

2020-11-12 3

কোচবিহারের জয়গাঁতে দলীয় কর্মসূচীতে যোগ দিতে যাওয়ার সময় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা। দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান ওঠার অভিযোগ। ঘটনার পিছনে তৃণমূল কর্মী এবং গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙ্গুল।

#DilipGhoshAttacked #DilipGhoshHeckledInNorthBengal #LatestLYBangla