Delhi Reports 8,593 COVID-19 Cases In 24 Hours: মহারাষ্ট্র-কেরলকে ছাপিয়ে করোনা আতঙ্কে কাঁপছে দিল্লি

2020-11-12 2

করোনা-হানার তৃতীয় থাবায় জেরবার দিল্লি, দৈনিক সংক্রমণ ৮ হাজার পেরিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮,৫৯৩। ১০ নভেম্বর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, দৈনিক সংক্রমণের নিরিখে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৭,৮৩০। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪ জনের, যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড; ১৬ জুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৯৩ জনের। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৫৯,৯৭৫, সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪২,৬২৯। একদিকে উৎসবের মরশুম, অন্যদিকে শীতের আমেজ; সবমিলিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

#Covid19Cases #DelhiCoronavirus #LatestLYBangla