Apple MacBook Air, MacBook Pro & Mac Mini Launched: ম্যাকের ধামাকাদার ৩ প্রোডাক্ট লঞ্চ, দেখুন দাম

2020-11-11 5

নতুন ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো ১৩-ইঞ্চি এবং ম্যাক মিনি- তিন ধামাকাদার প্রোডাক্ট একদিনে লঞ্চ করল অ্যাপল। প্রি-বুকিংয়ের প্রোডাক্ট মিলবে আজই আর পরের সপ্তাহ থেকে শুরু হবে বিক্রি। ম্যাকের তিনটি প্রোডাক্ট পাওয়ার্ড বাই Octa-core Apple-র M1 Chipset। 2560X1600 রিজলিউশন-সহ MacBook Pro এবং MacBook Air-এ রয়েছে ১৩ ইঞ্চি এলইডি-ব্যাকলিট ডিসপ্লে। ১৩ ইঞ্চির MacBook Pro-তে রয়েছে 61W USB-C পাওয়ার অ্যাডাপটার যেখানে MacBook Air-এ রয়েছে 30W USB-C পাওয়ার অ্যাডাপটার।

#MacBookAir #MacBookPro #Mac Mini #M1Chip #Apple