Bihar Assembly Elections Results 2020: সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ১২৫ আসনে জয়ী এনডিএ, মহাজোটের দখলে ১১০

2020-11-11 6

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষাকে উলটে দিয়ে বিহারে একক সংখ্য়া গরিষ্ঠতায় এগিয়ে বিজেপি। এনডিএ আপাতত চালকের আসনে রয়েছে। পাটনায় জেডিইউ-বিজেপি সমর্থকদের মধ্যে চলছে আবীর খেলা, উচ্ছাস প্রকাশ। এবারও বিহারে জয়ের মুকুট পরবে এনডিএ নাকি কংগ্রেস আরজেডির মহাজোট। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট?

#BiharAssemblyElectionsResults2020 #BiharResults2020 #LatestLYBangla