কালীপুজো (Kaili Puja 2020) থেকে ছটপুজো পর্যন্ত রাজ্যের সমস্ত জায়গা বাজি (Fire Crackers) পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট (High Court)। রাজ্যে সমস্ত ধরনের বাজি কেনাবেচার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট৷ এছাড়াও কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে দুর্গাপুজোর মতো একই নিয়ম বলবৎ থাকছে কালীপুজোতেও।
#FireCrackersRules #KaliPuja2020 #LatestLYBangla